স্বদেশ ডেস্ক:
বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড তারকা দিয়া মির্জা। গত সোমবার ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়েতে সাবেক এই মিস ইন্ডিয়া ও মিস এশিয়া প্যাসিফিক পরেছিলেন লাল শাড়ি আর বৈভবের পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি।
পরিবার ও অত্যন্ত ঘনিষ্ঠজন মিলিয়ে বিয়েতে ৫০ জন হাজির হন। এর আগে রবিবার দিয়ার মেহেন্দি অনুষ্ঠান হয়। সেদিন একটি ছবি পোস্ট করে ইনস্টাস্টোরিতে অভিনেত্রী লিখেন, ‘পেয়ার’। এটি দিয়ার দ্বিতীয় বিয়ে।
এর আগে ২০১৪ সালে ব্যবসায়িক পার্টনার সাহিল সঙ্ঘকে বিয়ে করেন তিনি। একসময় ছন্দপতন, বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১৯ সালের আগস্ট মাসে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এর দুই বছরের মধ্যে বৈভবের সঙ্গে হলো দিয়ার দ্বিতীয় বিয়ে।