স্বদেশ ডেস্ক: আগামী ২১শে মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় এ প্রস্তাবনা উত্থাপিত হয়। আগামী বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই বিষয়টি চূড়ান্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, এই বিষয়টি আজ প্রস্তাব করা হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি সব চূড়ান্ত হবে।