বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

৩৩৩ প্রস্তাব নিয়ে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

স্পোর্টস ডেস্ক: বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৩৩৩ প্রস্তাব নিয়ে আগামী রোববার শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন-২০১৯। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শফিউল আলম জানান, এবারের ডিসি সম্মেলনের বিশেষ দিক এটি পাঁচ দিনব্যাপী হচ্ছে। গতবার পর্যন্ত সম্মেলন ছিল তিন দিনব্যাপী। এবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি স্পিকার, প্রধান বিচারপতি ও তিন বাহিনী প্রধানের সঙ্গে বসবেন ডিসিরা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সর্বমোট ২৯টি অধিবেশন, ২৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে একটি কার্যালয় ও ৫৪টি বিভাগ/মন্ত্রণালয় অংশ নেবে। অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা উপমন্ত্রী যোগ দেবেন। এ ছাড়া থাকবেন সিনিয়র সচিব ও সচিবরা।

সচিব জানান, ৩৩৩টি প্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি ২৯টি স্থানীয় সরকার বিভাগ, ২৬টি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২০টি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত প্রস্তাব। ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয় নিয়ে ডিসি সম্মেলনে আলোচনা হবে।

শফিউল আলম আরও জানান, ১৫ জুলাই সন্ধ্যায় বঙ্গভবনে ডিসিদের দিক নির্দেশনা দেবেন রাষ্ট্রপতি। ১৬ জুলাই বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। এ ছাড়া ১৮ জুলাই বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। ১৮ জুলাই বুধবার দুপরে মন্ত্রিপরিষদ কক্ষে হবে ডিসি সম্মেলনের সমাপনী অধিবেশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ