স্বদেশ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আরও ২০ দিন নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে সৌদি আরবে। সরকার নির্দেশ দিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন যেকোনো জনসমাগম, অনুষ্ঠান, বিনোদন চর্চা এবং দাওয়াত অনুষ্ঠান নিষেধ থাকবে।
সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার সময় বাড়ানোর ব্যাপারে জনগণকে জানায়। গতকাল রোববার রাত ১০টা থেকে এ নিষেধাজ্ঞার সময় শুরু হয়েছে।
সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, করোনাভাইরাসে শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিষেধাজ্ঞার সময়ে করোনা প্রতিরোধে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলোঃ
* যেকোনো সামাজিক অনুষ্ঠান বা জনসমাগমে ২০ জনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না, বা অংশ নিতে পারবেন না।
* সকল পাবলিক অনুষ্ঠান বা বিনোদন কেন্দ্র বন্ধ রাখা হবে।
* সিনেমা হল, ইনডোর বিনোদন কেন্দ্র, বিভিন্ন খেলাধুলার কেন্দ্র, জিম, ইত্যাদি এই নিষেধাজ্ঞা চলাকালীন বন্ধ থাকবে।
* সব রেস্টুরেন্ট এবং ক্যাফেতে বসে খাবার খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, রেস্টুরেন্টে বা ক্যাফেতে ভিড় না করে পার্সেল বা টেক-অ্যাওয়ে নেওয়া যাবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে তাকে জরিমানা করা হবে।