শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিবাদে সড়কে হাজার হাজার বিক্ষোভকারী

মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিবাদে সড়কে হাজার হাজার বিক্ষোভকারী

স্বদেশ ডেস্ক:

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের নবম দিনে কয়েক হাজার প্রতিবাদকারী মিয়ানমারের প্রধান শহরগুলোর রাস্তায় নেমেছে। গতকাল ভয়ংকর পরিস্থিতির পরই আজ রোববার প্রায় ১০ হাজার বিক্ষোভকারী বিক্ষোভে নামে। আর এটিই এক দশকেরও বেশি সময় ধরে রাস্তার সবচেয়ে বড় বিক্ষোভ প্রদর্শন। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানোনো হয়েছে।

বিক্ষোভে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা সাদা পোশাক পরে সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে মিছিল করে। এসময় তারা প্ল্যাকার্ড বহন করে মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তির দাবি জানান। বিক্ষোভে প্রতিবাদকারীদের অনেকেই সু চির মুখের চিত্র ধারণ করেন। জানা গেছে, সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৩৪৪ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগকেই রাতে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে অং সান সু চি, উইন মিন্টসহ দলের সিনিয়র নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে রাষ্ট্র ক্ষমতায় আছেন দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এবং সেনাপ্রধান মিন অং লাইং।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877