স্বদেশ ডেস্ক:
বিশ্ব ভালোবাসা দিবসে পৌরবাসীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ভোলা পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির। আজ রোববার সকাল থেকে তিনি ভোলা পৌরসভার ঘরে ঘরে গিয়ে ফুলের শুভেচ্ছা পৌঁছে দেন।
এছাড়া জেলা সদরের সদর রোডসহ গুরুপ্তপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে নেতাকর্মীরা ব্যবসায়ীদের শুভেচ্ছা জানান। মেয়র প্রার্থীর এমন ব্যতিক্রমী প্রচারণায় শহরজুড়ে ব্যাপক সাড়া পড়ে।
প্রচারণায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলে পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিকদের সেবায় নিয়োজিত থাকবেন বলে উল্লেখ করেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক সহ দলীয় নেতাকর্মীরা।
আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভোলা পৌরসভায় ইলেট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এখানে মেয়র পদে তিনজন ও কাউন্সিলর পদে ৪৫ জনসহ ৪৮ প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।
প্রসঙ্গত, ভোলা পৌর নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। রাত-দিন প্রার্থীরা ভোটারদের কাছে ছুঁটছেন।