শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুরন্ত মেসি, বার্সার গোল উৎসব

দুরন্ত মেসি, বার্সার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় গোল উৎসব করে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসির জোড়া গোলে আলাভেসকে ৫-১ গোলে হারিয়েছে কাতালানরা। ম্যাচটি ছিল মেসির জন্য রেকর্ড ছোঁয়ার। স্পর্শ করেন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ লিগ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজকে (৫০৫ ম্যাচ)। দুই গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখে ম্যাচটি স্মরণীয় করে রেছেন বার্সা অধিনায়ক।

গত অক্টোবরে নিজেদের মাঠে বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছিল আলাভেস। এবার তাদের কোনো সুযোগই দেননি মেসি-গ্রিজমানরা।

২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। গোলটি করেন ফ্রান্সিসকো ত্রিনকাও। ৩৫ মিনিটে গ্রিজমানের শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল জালেও পাঠিয়েছিলেন মেসি। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৫৭ মিনিটে এক গোল শোধ করে আলাভেস। গোলটি করেন লুইস রিওজা। ৭৪ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন ত্রিনকাও। এই গোলের রেশ তখনো কাটেনি, পরের মিনিটে আবারো আলাভেসের জালে বল! আরো একবার সতীর্থের পাস ধরে লক্ষ্যভেদ করেন মেসি।

৮০ মিনিটে দারুণ গোছালো আক্রমণে বার্সার স্কোরলাইন ৫-১ করেন জুনিয়র ফিরপো। শেষ অবধি বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। লিগে টানা সাত ম্যাচ জিতল মেসিরা।

এই জয়ে রিয়ালকে টপকে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে বার্সা। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট দলটির। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877