মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩০

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩০

স্বদেশ ডেস্ক: আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে একটি মসজিদে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর বরাত দিয়ে আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন তালেবান এবং ৬ জন তাদের বিদেশি সহচর। বিবৃতিতে বলা হয়, উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামের ওই মসজিদটিতে তালেবানরা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিল।

এসময় অসাবধানতাবশত ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তালেবানরা সেনাবাহিনীর এ দাবি অস্বীকার করে বলেছে, খালি একটি কক্ষে ওই বিস্ফোরণ ঘটে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877