স্বদেশ ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামের এএসএম কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টের ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনের মরদেহ পাওয়া গেছে। এর আগে এ কারখানা থেকে আরেকজনের লাশ উদ্ধার হয়েছিল।
আজ শনিবার সকালে যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার আওয়ালপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে আশরাফুল ইসলাম (৫০) ও কুমিল্লা জেলার দাউদকান্দির উপজেলার তুলাতুলি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাসির (৩৯)। এই দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রউফ বলেন, ‘আশরাফুল মেকানিক্যাল ফিডার ও নাসির অপারেটর পদে কর্মরত ছিলেন। এর আগে এই কারখানা থেকে আলমগীর হোসেন নামের আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছিল। অগ্নিকাণ্ডের পর থেকেই তারা নিখোঁজ ছিলেন। আমাদের তালিকা অনুযায়ী আর কেউ নিখোঁজ নেই।’
তিনি বলেন, ‘এ ঘটনায় কারখানার পক্ষ থেকে নিহতের দাফনের জন্য তাদের পরিবারকে কিছু অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী অন্যান্য পাওনাদি ও সহায়তা দেওয়া হবে।’
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম বলেন, ‘স্থানীয়দের অভিযোগ ও পরিবেশ দূষণের কারণে কিছুদিন আগে কারখানাটিকে ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ জরিমানা করেন। এসময় তাদের পরিবেশের অনুমতি স্থগিত করা হয়। পরে সকল শর্ত পালন করায় তাদের অনুমতি দেওয়া হয়। আগুনের এ ঘটনার সঙ্গে পরিবেশের কোনো সম্পর্ক নেই। এটি একটি দুর্ঘটনা।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘ইতিমধ্যেই কারখানা কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিকের মৃত্যুর অভিযোগে থানায় মামলা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’