স্বদেশ ডেস্ক: বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেয়ার বিষয়ে অফিসিয়ালি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
তিনি বলেন, চমৎকার পরিবেশে টিকা দেয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কোভিড টিকা কার্যক্রম। কোথাও কোনো সমস্যা হয়নি।