রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

ফলোঅন এড়াতে দরকার আরও ২৯ রান

ফলোঅন এড়াতে দরকার আরও ২৯ রান

স্পোর্টস ডেস্ক:

মিরপুর টেস্টের তৃতীয় দিনে মুশফিক-মিথুনে ভর করে ফলোঅন এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। প্রত্যাশায় গুড়েবালি দিয়ে ফিরে যায় মিথুন। সবার নজর তখন মুশফিকের দিকে। কিন্তু দলের চাপের মুখে অযথা রিভার্স সুইপ করতে যেয়ে প্রতিপক্ষকে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান। ফলে ফলেঅন এড়ানোটাই বাংলাদেশের জন্য এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। লজ্জাজনক ফলোঅন এড়াতে মুমিনুলদের দরকার আরও ২৯ রান।

তৃতীয় দিনে আজ মুশফিক ৫৪ রানে ফিরেছেন, মিঠুন ১৫ রান করে আউট হয়ে গেছেন। এখন ক্রিজে আছেন বাংলাদেশের শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান লিটন দাস (২৩) ও মেহেদি হাসান মিরাজ (১১)। বাংলাদেশের রান ৬ উইকেটে ১৮১। ফলোঅন এড়াতে দরকার আরও ২৯ রান। মধ্যাহ্নভোজের পর আবারও মাঠে গড়াবে খেলা।

মিরপুর টেস্টের তৃতীয় দিনে আজ দশম ওভারের প্রথম বলেই ফিরে গেছেন মিঠুন। কর্নওয়ালের অফ স্টাম্পে করা বল প্যাডের ওপর থেকে টেনে খেলতে চেয়েছিলেন, কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় ধরা পড়েন শর্ট মিডউইকেটে। বাংলাদেশের ব্যাটসম্যানরা কাল থেকেই জোড়ায় জোড়ায় ফিরছিলেন, আজ মুশফিকও যেন সে ধারাটাই অব্যাহত রেখেছেন।

হয়তো বাংলাদেশের টেস্ট খেলার মানসিকতা নিয়ে প্রশ্নের বানে বাড়তি ঢেউ জোগাবে মুশফিকের আউটের ধরনটা। বাংলাদেশ ফলোঅনের শঙ্কায়, এরপর ব্যাটসম্যান বলতে শুধু লিটন আর মিরাজ, এই অবস্থায় ওই শট খেলার অর্থ শুধু মুশফিকই জানেন!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877