স্বদেশ ডেস্ক: পুলিশের সঙ্গে সরকারি কর্মচারীদের সংঘর্ষে বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছিলেন এসব কর্মীরা। এক পর্যায়ে তারা সংরক্ষিত রেড জোনে প্রবেশের চেষ্টা করেন। ইসলামাবাদ পুলিশ মূল শহরে প্রবেশের অন্যতম পথ শ্রীনগর মহাসড়ক বন্ধ করে দেয়। এক্ষেত্রে তারা রাস্তা অবরোধ করতে ব্যবহার করে বিভিন্ন রকম কন্টেইনার। দিনশেষে কাজের পরে কর্মীরা যখন বাসায় ফেরার চেষ্টা করেন তখন ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে শত শত সরকারি কর্মচারী পার্লামেন্ট হাউজের সামনে অবস্থান ধর্মঘটের জন্য প্রস্তুতি নিলে তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় বিক্ষোভে নেতৃত্বদানকারী নেতাদের কয়েকজন সহ বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে তারা।