মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

প্রথম সেশনে টাইগারদের প্রাপ্তি এক উইকেট

প্রথম সেশনে টাইগারদের প্রাপ্তি এক উইকেট

স্পোর্টস ডেস্ক:

ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা হতাশারই বলা চলে বাংলাদেশের। বৃহস্পতিবার মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের মাত্র এক উইকেট নিতে পেরেছে স্বাগতিকরা। প্রথম সেশনে উইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৮৪ রান। ওভার ২৯।

ব্যাট হাতে শুরুটা দারুণ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যাথওয়েট ও ক্যাম্পবেল। খুব ভালো বোলিং করতে পারছে না বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

একটা সুযোগ এসেছিল বাংলাদেশের। তবে দলে ফেরা পেসার আবু জায়েদ চৌধুরির বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিয়ে বাঁচেন ক্যাম্পবেল। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে লেগ স্টাম্পের উপর দিয়ে যেত বল।

দ্বিতীয় ঘন্টায় প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। সে সাফল্য আসে স্পিনারদের হাত ধরে। ২০.৪ ওভারে তাইজুলের বলে এলবিডব্লিউ ক্যাম্পবেল। রিভিউ নিয়েও কাজ হয়নি। সাজঘরে ফেরত যান ক্যাম্পবেল ৬৮ বলে ৩৬ রান করে।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ এনেছে তিনটি পরিবর্তন। চোটের জন্য ছিটকে যাওয়া ওপেনার সাদমান ইসলামের জায়গায় এসেছেন সৌম্য সরকার। ঊরুর চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের জায়গায় এসেছেন মোহাম্মদ মিঠুন।

বাড়তি পেসারের আভাস দিলেও কার্যত তা দেখা যায়নি। দ্বিতীয় ইনিংসে বাজে বোলিংয়ের কারণে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন টেস্টে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সফলতম পেসার আবু জায়েদ চৌধুরি।

ওয়েস্ট ইন্ডিজ দলে এনেছে একটি পরিবর্তন। পেসার কেমার রোচের পরিবর্তে দলে ফিরেছেন তরুণ পেসার আলজারি জোসেফ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, শায়েস মোসলে, এনক্রুমা বোনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্লাকউড, যশুয়া দা সিলভা, রাহকিম কর্নওয়েল, আলজারি জোসেফ জমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877