স্বদেশ ডেস্ক: খাগড়াছড়ি শহরে আগুনে পুড়ে মাওস্রিজিতা দেওয়ান (৩২) নামে এক মাদরাসাশিক্ষক প্রাণ হারিয়েছেন। শহরের কলেজ পাড়া এলাকায় সোমবার রাত ১১টার দিকে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদরাসার বাংলার প্রভাষক ছিলেন।
এ ঘটনায় মাওস্রিজিতা দেওয়ানের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান বলেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা বের হতে পারেননি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, ‘একটি আগুনে পোড়া লাশ পেয়েছি। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।’
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, রাত আনুমানিক ১১টার দিকে তাদের ঘরে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে এক প্রভাষক মারা গেছেন। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।