শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বব্যাপী করোনা শনাক্ত ১০ কোটি ৬১ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনা শনাক্ত ১০ কোটি ৬১ লাখ ছাড়াল

স্বদেশ ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৬১ লাখ অতিক্রম করেছে। তাদের মধ্যে মৃতের সংখ্যা ২৩ লাখ ১৬ হাজার ছাড়িয়ে গেছে।

সোমবার সকাল ১০টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩ লাখ ১৬ হাজার ৭০২ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ১০৩ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে দুই কোটি ৭০ লাখ চার হাজার ৭১৫ জন করোনায় আক্রান্ত এবং চার লাখ ৬৩ হাজার ৪৩৭ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত এক কোটি আট লাখ ২৬ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৯৯৬ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯৫ লাখ ২৪ হাজারের অধিক এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৩১ হাজার ৫৩৪ জনের।

মেক্সিকো এক লাখ ৬৬ হাজার দুই শ’ জনের মৃত্যু নিয়ে এ ক্ষেত্রে তিন নম্বরে থাকালেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩২ হাজারের বেশি।

রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো- যুক্তরাজ্য (৩৯ লাখ ৫৭ হাজারের বেশি), রাশিয়া (৩৯ লাখ ২৩ হাজারের বেশি), ফ্রান্স (প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার) ও স্পেন (প্রায় ২৯ লাখ ৪২ হাজার)।

মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (এক লাখ ১২ হাজার ৬৮১ জন)। তারপরে ইতালিতে ৯১ হাজার ২৭৩ জন, ফ্রান্সে ৭৯ হাজার ১১১ জন ও রাশিয়ায় ৭৫ হাজার ৪৩০ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877