বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

নর্থ আমেরিকা সফরে বরিশাল-২’র এমপি শাহে আলম

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
??????????

হাকিকুল ইসলাম খোকন: ১৯৯০ সালের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বৈরাচারবিরোধী ছাত্র গণ আন্দোলনের অন্যতম নেতা বর্তমানে বরিশাল-২’র (বানরীপাড়া ও উজিরপুর) সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাহে আলম স্বস্ত্রীক গত ৭’ই জুলাই কানাডার টরন্টোতে এসেছেন। বাপসনিঊজ । সাংসদ শাহে আলম কানাডা ছাড়াও আমেরিকার নাভাদা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও ইউটাহতে ১৭ জুলাই অবস্থান করার পর ২০শে জুলাই নিউইয়র্ক ও নিউজার্সী আসার পর চারদিন অবস্থান করে ২৪ জুলাই লন্ডনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন জানা গেছে। (বাপস নিউজ)। সংক্ষিপ্ত এ সফরে তিনি বন্ধু-বান্ধব,স্বজন ও শুভানুধ্যায়ীদের সাথে সময়াভাবে যোগাযোগ করতে না পারার দূ:খ প্রকাশ করেছেন। তাঁর শুভাকাংক্ষীরা তার সাথে যোগাযোগ করতে চাইলে (647) 667-1861-এ নাম্বারে ফোন করার জন্য অনুরোধ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ