স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসনের বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আইনজীবী এ কথা জানিয়েছে। খবর সিএনএন।
খবরে বলা হয়, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অভিশংসনের ম্যানেজারদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার একটি চিঠি দিয়ে ট্রাম্প শপথ নিয়ে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনা সম্পর্কে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। ট্রাম্পের পক্ষ থেকে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। ট্রাম্পের মুখপাত্র জ্যাসন মিলার জানান ‘তিনি (ট্রাম্প) অসাংবিধানিক বিচার প্রক্রিয়ায় কোনো সাক্ষ্য দেবেন না।’
এর আগে অভিশংসনের ম্যানেজার দলের নেতা ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জ্যামি রাস্কিন চিঠিতে জানান, ক্যাপিটলে হামলা উসকে দেওয়ার যে অভিযোগ প্রতিনিধি পরিষদ করেছে ট্রাম্প তা নিয়ে বিতর্ক সৃষ্টি করায় সিনেটে তার সাক্ষ্য নেওয়া জরুরি হয়ে পড়েছে।
সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে মঙ্গলবার। তার আগে যে কোনো সময় ট্রাম্পকে সাক্ষ্য দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করে উল্টো জবাব দিয়েছে ট্রাম্পের আইনজীবীরা। আইনজীবীদের চিঠিতে বলা হয়, ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে না থাকায় তার বিরুদ্ধে সিনেটে বিচার প্রক্রিয়াও অসাংবিধানক।
উল্লেখ্য, মার্কিন ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম যিনি ক্ষমতা থাকাকালে দুবার অভিশংসিত হয়েছেন। প্রথমবার সিনেটে পার পেয়ে গেলেও এবার সিনেটে বিচার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।