মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৮

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৮

স্বদেশ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১৬২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪৩৮ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫৭৮ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ এবং ১৪হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৬লাখ ৯৩ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877