বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

৬ সিটি মেয়র প্রার্থীর সাথে তারেক রহমানের বৈঠক

৬ সিটি মেয়র প্রার্থীর সাথে তারেক রহমানের বৈঠক

Activists of Hindu Sena, a right wing group, take part in a prayer ceremony for the victory of US President Donald Trump in the US presidential elections in New Delhi on November 3, 2020. (Photo by Prakash SINGH / AFP)

স্বদেশ ডেস্ক: বিগত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা দুই মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল এবং সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ বিগত দিনে বিএনপির হয়ে নির্বাচন করা সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১০ টায়। বৈঠকে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন তারেক রহমান।

টানা দুই ঘণ্টার এই বৈঠকে মেয়র প্রার্থীদের অভিজ্ঞতার কথা শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম ও কারচুপির’ অভিযোগ এনে আগামী কয়েক দিনের মধ্যে সেখানে কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। বুধবার ফের বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ ঠিক করা হবে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা নজরুল ইসলাম মঞ্জু, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মজিবুর রহমান সারোয়ার।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। আগামীকাল আবার বৈঠক হবে। সেখান থেকে কিছু সিদ্ধান্ত আসতে পারে।’

মজিবুর রহমান সরোয়ার বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিজ্ঞতা জানতে চেয়েছেন। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। আপাতত সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় কর্মসূচি দেয়ার। পরে পর্যায়ক্রমে অন্য সিটিতেও কর্মসূচি দেয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877