শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

রাজউকের পরীক্ষায় সেফুদা, শিক্ষক বরখাস্ত

রাজউকের পরীক্ষায় সেফুদা, শিক্ষক বরখাস্ত

স্বদেশ ডেস্ক: ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন স্ট্যাটাস ও বক্তব্য দিয়ে বিতর্কিত সেফাতুল্লাহ সেফুদাকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন করায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক জাহিনুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার এই তথ্য জানান প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠান থেকে একজন ভাইস প্রিন্সিপ্যালকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এর আগে রাজউক উত্তরা মডেল কলেজের (স্কুল শাখা) দশম শ্রেণির প্রাক্‌–নির্বাচনী পরীক্ষায় একটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে গতকাল মঙ্গলবার বিতর্কের সৃষ্টি হয়। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ওই প্রশ্নপত্রের একটিতে বিতর্কিত প্রবাসী সেফুদাকে উদ্দীপক ধরে প্রশ্ন করা হয়। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।

জানা যায়, গত ৪ জুলাই রাজউক উত্তরা মডেল কলেজে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হয়। ওই পরীক্ষার সৃজনশীল প্রশ্নের একটিতে সেফাতুল্লাহকে উদ্দীপক হিসেবে ব্যবহার করে বলা হয় বলা হয়, ‘অদ্ভুত ধরনের এক মানুষ সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশে সে বলে “মদ খাবি মানুষ হবি, দেখ আমি আরও এক গ্লাস খাইলাম।” তার কথায় প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান বিষয়ের প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে সে হয়ে উঠত একজন আত্মসচেতন ও আত্ম মর্যাদাবান ব্যক্তি।’ এই উদ্দীপকের ভিত্তিতে চারটি প্রশ্ন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877