স্বদেশ ডেস্ক: চব্বিশ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুচিকে আটক করে সেনাবাহিনী কোথায় রেখেছে তা জানা যায়নি। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সুচি রোহিঙ্গা ইসুতে নিজেকে বিতর্কিত করে তোলার পর বিশ্ব তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু তাকে ক্ষমতালিপ্সু সেনাবাহিনী ক্ষমতা থেকে উৎখাত করার পর আবার তারাই সোচ্চার হয়েছে। বিশ্বনেতারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে। জরুরি বৈঠকে বসার কথা রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের।বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মিয়ানমারের ওপর অবরোধ পুনর্বহাল করার হুমকি দিয়েছেন।