শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা

এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা

স্বদেশ ডেস্ক: ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের চার কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার ঢাকা সমন্বিত জেলা কাযার্লয়-১-এ মামলাটি করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। মামলায় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ফারমার্স ব্যাংক থেকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা অ্যাকাউন্টে চার কোটি টাকা জমা হওয়ার বিষয়টি তদন্ত শুরু করে দুদক। ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমসহ ছয় কর্মকর্তাকে তলব করেছিল দুদক।

দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন গত বছরের ২৬ সেপ্টেম্বর তাদের সংস্থার প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলেন। এই ঘটনায় এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877