স্পোর্টস ডেস্ক: নিজ দলের জার্সিতে বরাবরই ফ্লপ বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি। দলে অন্তর্ভূক্ত হওয়ার পর বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশন কাপের ফাইনালে খেললেও শিরোপা জেতা হয়নি তার।
গতবারের কোপা ফাইনাল খেললেও চিলির কাছে হারতে হয়েছিল মেসিদের। এবার ব্রাজিলের বিপক্ষে হেরে সেমিতেই শেষ হয়ে যায় মেসির কোপা জেতার স্বপ্ন। মেসির এই হার তাকে সরিয়ে দিয়েছে কোপা আমেরিকার সেরা একাদশ থেকেও।
কোপার সেরা একাদশে জায়গা হয়নি মেসির। তবে ব্রাজিলের পাঁচ খেলায়ার এতে নিজের জায়গা করে নিয়েছেন। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস জায়গা পেয়েছেন সেরা একাদশে।
অ্যালিসন বেকারকে কোপার সেরা একাদশের গোলরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভসও জিতেছেন তিনি।
ডিফেন্ডারদের মধ্যে ব্রাজিলের অধিনায়ক রাইটব্যাক দানি আলভেসে রয়েছেন। সেন্টারব্যাকে জায়গা নিয়েছেন থিয়াগো সিলভা। বাকি দুই ডিফেন্ডার এসেছেন উরুগুয়ে ও পেরু থেকে। উরুগুয়ের সেন্টারব্যাক হোসে হিমেনেজ পেরুর লেফটব্যাক মিগুয়েল ট্রকো জায়গা গড়েছেন সেরা একাদশে।
বার্সেলোনায় খেলা ব্রাজিলের সেন্ট্রাল মিডফিল্ডার আর্থার মেলোও আছেন এই একাদশে। চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালও আছেন এই দলে।
আক্রমণভাগে সেরা একদশে আছেন ব্রাজিলের এভারটন সোয়ারেস ও পেরুর পাওলো গেরেরো। আছেন কলম্বিয়ার আক্রমণাত্মক মিডফিল্ডার হামেস রদ্রিগেজও।