শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সব বয়সীর জন্য অক্সফোর্ডের টিকার অনুমোদন

সব বয়সীর জন্য অক্সফোর্ডের টিকার অনুমোদন

স্বদেশ ডেস্ক: ৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে জার্মানি সন্দেহ প্রকাশ করলেও সব বয়সীর জন্যই এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ খবর ডয়েচে ভেলের।

ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) সুপারিশের ভিত্তিতে শুক্রবার ইউরোপীয় কমিশন ইইউভুক্ত ২৭ দেশে ভ্যাকসিনটি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে৷

ইএমএ বলেছে, ক্লিনিক্যাল পরীক্ষায় কোভিড ১৯-এর বিরুদ্ধে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য টিকাটি নিরাপদ ও কার্যকর ছিল৷

সম্প্রতি জার্মানির দুটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮ শতাংশ৷ তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে অ্যাস্ট্রাজেনেকা৷ ভ্যাকসিন উদ্ভাবক সংস্থাটি জানিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রেও তাদের টিকা সমান কার্যকর৷

জার্মানির সিদ্ধান্তের পর বেশি বয়স্কদের ক্ষেত্রে অক্সফোর্ডের টিকাটি সত্যিই কার্যকর কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইউরোপীয় ইউনিয়নও৷ তবে ইএমএ বলছে, ভ্যাকসিনটি বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে৷ ৫৫ বছরের বেশি বয়স্কদের জন্যও এটি নিরাপদ ও কোভিডের কিছু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম৷ তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ-সুইডিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877