শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ১০ কোটি ২৫ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ১০ কোটি ২৫ লাখ ছাড়াল

স্বদেশ ডেস্ক: জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রোববার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৮০১ জনে।

এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ১৭ হাজার ৭৪৬ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৩৯ হাজার ৪২০ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

এদিকে মহামারী করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মেক্সিকো। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৯ জনে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ১৪৭ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৯৪৫ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877