বিনোদন ডেস্ক: বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী আশিকুর রহমান মেহরাব। কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী রুশী চৌধুরী। সম্পর্কে তারা আত্মীয়। গত ৮ জুলাই পারিবারিকভাবে মেহরাবের বকশিবাজারের বাসায় বিয়ের আয়োজন সম্পন্ন হয় বলে জানান শিল্পী নিজেই।
মেহরাব বলেন, ‘দীর্ঘদিনের প্রেম, প্রেম থেকে প্রণয়। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সামনে পরিচিত সবাইকে নিয়ে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জানা গেছে, রুশী চৌধুরী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্রাফট বিভাগের সাবেক শিক্ষার্থী।
এদিকে, ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মধ্যদিয়ে সংগীতের ভুবনে পা রাখেন মেহরাব। দীর্ঘ সময়ের বিরতি ভেঙে সম্প্রতি ‘আমি তো শুধু ভালোবাসতে চাই’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছেন এই শিল্পী।