স্বদেশ ডেস্ক: ভারতে কৃষকদের দাবি-দাওয়া আদায়ের উত্তাল আন্দোলনের মধ্যেই ফের সহিংসতা হয়েছে দিল্লিতে। গতকাল শুক্রবার দিল্লি-হরিয়ানা সীমান্তের সিঙ্ঘু এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটেছে।
গণমাধ্যম জানায়, গতকাল শুক্রবার দুপুরের পর প্ল্যাকার্ড আর পতাকা নিয়ে ঘটনাস্থলে জড়ো হন ২০০ এর বেশি মানুষ। নিজেদের স্থানীয় বাসিন্দা দাবি করে এবং বিক্ষোভের কারণে দৈনিক আয় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে কৃষকদের এলাকা ত্যাগ করতে বলেন তারা।
বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগও আনা হয়। কৃষকরা পিছু হটতে অস্বীকৃতি জানালে হয় সংঘাত-সংঘর্ষ। পাথর ছোঁড়া থেকে শুরু করে ধারালো অস্ত্র নিয়েও হামলা চালায় অনেকে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। জব্দ করে ধারালো অস্ত্র। এ ঘটনায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয় বলেও গণমাধ্যম থেকে জানা গেছে।