রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

‘মেসিকে বিক্রি না করা বার্সেলোনার ভুল সিদ্ধান্ত ছিল’

‘মেসিকে বিক্রি না করা বার্সেলোনার ভুল সিদ্ধান্ত ছিল’

স্বদেশ ডেস্ক: লিওনেল মেসির ক্যাম্প ন্যু ছাড়তে চাওয়ার বিপরীতে তাকে ধরে রাখতে বার্সেলোনার অবস্থান ছিল অটল। আর এটিই ছিল গত গ্রীষ্মের দলবদলের সবচেয়ে আকর্ষণীয় গল্প। এদিকে চলতি মৌসুমে এখনো পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেননি ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। নতুন মৌসুমের শুরুতে তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট খেলোয়াড় এবং বিনা ট্রান্সফার ফি-তেই যোগ দিতে পারবেন যে কোনো ক্লাবে।

ক্লাবটির সাবেক তারকা ও কিংবদন্তি মিডফিল্ডার রিভালদোর মনে করেন, বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে মেসিকে আগেই বিক্রি না করে ভুল করেছে বার্সেলোনা। কেননা ২০২০-২১ মৌসুমের শুরুতেও যদি মেসি অন্য কোনো ক্লাবে যেতেন, তাহলে তাকে দিতে হতো পুরো ৭০০ মিলিয়ন ইউরো। কিন্তু ২০২১-২২ মৌসুমে ফ্রিতেই চলে যেতে পারবেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

বার্সেলোনার বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে মেসির মতো দামি একজন খেলোয়াড় ফ্রিতে চলে যাওয়া অনেক বড় ক্ষতি বলেই মনে করেন রিভালদো। মেসিকে এতদিন আটকে না রেখে ভালো দামে বিক্রি করে দিলেই ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।

বেটফেয়ারকে রিভালদো বলেন, ‘মহামারির আগেও আর্থিক দিক থেকে ভালো অবস্থায় ছিল না বার্সেলোনা। তবে গত বছর সবকিছু খুব বাজে অবস্থায় চলে গেছে। মেসির অনিবার্য দলত্যাগ ছাড়াও, আয়ের পথ খুঁজতে হয়তো গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে বিক্রি করতে বাধ্য হবে বার্সেলোনা।’

মেসিকে বিক্রি না করা বার্সার ভুল সিদ্ধান্ত ছিল জানিয়ে তিনি আরও বলেন, ‘যেমনটা আমি আগেও বলেছি, মেসি যখন চুক্তির মধ্যে ছিল, তখন তাকে বিক্রি না করা বার্সেলোনার ভুল সিদ্ধান্ত ছিল। যেমনটা ক্রিশ্চিয়ানো রোনালদোর বেলায় করেছে রিয়াল মাদ্রিদ। রোনালদোকে বিক্রি করে ১০০ মিলিয়ন ইউরো পেয়েছে।’

এখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফ্রিতেই ক্লাব ছেড়ে যাবেন মেসি। যা বার্সার জন্য অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কা হয়ে আসবে বলে মনে করেন রিভালদো, ‘এটা খুবই দুঃখের বিষয় যে, মেসির মতো প্রতিভাবান এবং দামি একজন খেলোয়াড় ফ্রিতেই চলে যাবে, যখন কি না ক্লাবটি অনেক অর্থনৈতিক সমস্যার মধ্যে জর্জরিত রয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877