দেশের প্রথম দম্পতি হিসেবে করোনার টিকা নিলেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও তার স্ত্রী সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে তারা টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তারা দুজনই সুস্থ আছেন।
ডা. মোস্তফা জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার স্ত্রী ডা. কানিজ ফাতেমা একই বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
অধ্যাপক ডা. মোস্তফা জামান, টিকা নেওয়ার পর তারা দুজনেই বেশ ভালো আছেন। হাতে সামান্য ব্যথা ছাড়া তেমন কোনো অসুবিধা বোধ করছেন না।
তিনি বলেন, ‘আমার মা বারবার কল করে খোঁজ নিচ্ছেন। ভালো আছি কিনা। প্রথম দম্পতি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। আমরা আসলে একটা মেসেজ দিতে চেয়েছি, সেটা হলো ভয়, কুসংস্কারকে পেছনে ফেলে বিজ্ঞানভিত্তিক চিন্তা করা।’
বিএসএমএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা বলেন, ‘টিকা নেওয়ার পর আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। আমরা সবাই যেহেতু নানা ধরনের টিকার সাথে অভ্যস্ত, সেসব ক্ষেত্রে যেমন প্রতিক্রিয়া থাকে এ ক্ষেত্রে তার চেয়ে বেশি কিছু নয়।’
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় উল্লেখ করে ডা. কানিজ জানান, আমরা ইতিবাচক চিন্তা করছি। সবাইকে আহ্বান জানাবো ভয়কে জয় করে এগিয়ে আসুন।
এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া করোনার টিকা নেওয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।