শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন পুতিন সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল ‘উগ্রবাদীদের’ সাথে সংঘর্ষে পাকিস্তানে ৪ সৈন্য নিহত রাজধানীতে বিএনপির র‍্যালি দুপুরে, জমায়েতের ব্যাপক প্রস্তুতি আদানির বকেয়া ও বিদ্যুৎ পরিস্থিতি কিভাবে সামাল দেবে সরকার শাহজালালে এভসেক-এপিবিএন সম্পর্কে টানাপড়েন একলাফে ৩৪৬৪ টাকা কমল সোনার ভরি, কাল থেকে কার্যকর ট্রাম্পের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : তৌহিদ সংস্কারের পর নির্বাচনের তারিখ ঘোষণা : প্রধান উপদেষ্টার প্রেস উইং শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী : ভারত সরকারের মুখপাত্র
বীর চট্টলার চাবি রেজাউলের হাতে

বীর চট্টলার চাবি রেজাউলের হাতে

স্বদেশ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। নগরের ৭৩৫ কেন্দ্রের মধ্যে গতকাল বুধবার রাত পৌনে ২টা পর্যন্ত ৭৩৩টির ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পর রেজাউলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে নৌকা প্রতীকে রেজাউল পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ডা. শাহাদাত হোসেনের ঝুলিতে পড়েছে ৫২ হাজার ৪৮৯ ভোট। ফলে বীর চট্টলার চাবি উঠছে রেজাউল করিম চৌধুরীর হাতে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা শুরু হয়। নগরীর এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়ামে ভোটের ফল ঘোষণা করছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। প্রথমবারের মতো
চসিক নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে।
নির্বাচনে মেয়র পদে রেজাউল ও শাহাদাত ছাড়াও আম প্রতীকে লড়ছেন ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম। এর মধ্যে জান্নাতুল ইসলাম অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877