স্বদেশ ডেস্ক: নতুন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত ভারতের কৃষকরা এবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছেন।
আগামী ১ ফেব্রুয়ারি ফের দিল্লির সংসদ ভবন অভিযান হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা। খবর ডয়চে ভেলের।
মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে হাজার হাজার কৃষক পায়ে হেঁটে এবং ট্রাক্টর চালিয়ে শহরে প্রবেশ করেন।
কয়েকটি জায়গায় কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং তাদের জন্য নির্ধারিত রুটে না গিয়ে অন্যদিকে এগিয়ে যায়।
বিক্ষোভরত কৃষকরা পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাস উপেক্ষা করেই ঢুকে পড়েছে দিল্লির প্রাণকেন্দ্রে এবং ঐতিহাসিক লাল কেল্লায়। সেখানে তারা উড়িয়ে দিয়েছেন শিখ ধর্মের প্রতীক খালসা পতাকা।
তাদের কার্যকলাপকে সমর্থন করেননি ৪১টি কৃষক ইউনিয়ন নিয়ে গঠিত সংযুক্ত কিষাণ মোর্চা। আন্দোলনকারী কৃষকদের শান্ত থাকার আবেদন জানিয়ে মঙ্গলবারই তারা একটি বিবৃতি প্রকাশ করেন।
আগামী ১ ফেব্রুয়ারি ফের দিল্লির সংসদ ভবন অভিযান হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
নরেন্দ্র মোদি সরকারের ‘নতুন বাজার বান্ধব’ সংস্কারের বিরুদ্ধে ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘ এ কৃষক আন্দোলন চলছে প্রায় দুই মাস ধরে।
সরকার প্রস্তাবিত আইনটি আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে; কিন্তু কৃষকরা বলছেন, তারা আইনটির বাতিল চায়।