সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

বিহারি ক্যাম্প উচ্ছেদের প্রতিবাদে উত্তাল মিরপুর, আতিকের কুশপুত্তলিকা দাহ

বিহারি ক্যাম্প উচ্ছেদের প্রতিবাদে উত্তাল মিরপুর, আতিকের কুশপুত্তলিকা দাহ

স্বদেশ ডেস্ক; বিহারি ক্যাম্পে ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিহারি নেতাদের অনশনে বসার পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে মিরপুর। আজ বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর মিরপুরের ১১ এভিনিউ ৪ রোডে বড় মসজিদের সামনে বসে এ বিক্ষোভ করছে তারা। কিছুক্ষণ পরপর মেয়র আতিকুল ইসলাম ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর কুশপুত্তলিকা দাহ করছে বিক্ষুব্ধ বিহারিরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আপিল বিভাগের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় মেয়র আতিকসহ জড়িত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসন ও উচ্ছেদের আগে পুনর্বসনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দাবিতে বিহারিদের পাঁচটি সংগঠনের নেতাকর্মীসহ গণঅনশনে বসে বিহারিরা।

উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট, ওয়েল ফেয়ার মিশন অব বিহারিজ, এসপিজিআরসি মিরপুর শাখা, বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভলপমেন্ট কমিটি মিরপুর শাখা ও মিরপুর নন-লোকাল রিলিফ কমিটির যৌথ উদ্যেগে এ গণঅনশন পালিত হচ্ছে। তাদের বসার পরপরই স্থানীয় বিহারিরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এ বিষয়ে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু বলেন, ‘আগামী ২ মে পর্যন্ত আপিল বিভাগের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও অবৈধভাবে আমাদের ক্যাম্পের ঘর-বাড়ি ভাঙচুর করেছে ডিএনসিসি। মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার সময় কাউন্সিলর নান্নুর ভাই নিরীহ বিহারিদের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আমরা এ হামলার সঙ্গে জড়িত মেয়র আতিকসহ সকলের শাস্তি চাই।’

তিনি আরও বলেন, ‘গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী হাজার হাজার গৃহহীনদের বাড়ি উপহার দিয়েছেন। সেদিনিই মিরপুরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হাজারো উর্দুভাষীদের গৃহহীন করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আমাদের এই ক্যাম্পগুলোতে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুসহ শতাধিক প্রভাবশালীদের প্লট রয়েছে। উচ্ছেদ অভিযানের পরপরই এ প্লটগুলোর বেশ কিছু জায়গা দখল করা হয়েছে।’ ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বিহারিদের এ নেতা।
বিক্ষোভে উপস্থিত রয়েছেন-ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ, উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, এসপিজিআরসি মিরপুরের সভাপতি আলি মোহাম্মদ, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাধারণ সম্পাদক মো. হেলাল, মিরপুর ১১ রিলিফ কমিটির চেয়ারম্যান সারফারাজ আলম, এসপিজিআরসি মিরপুর শাখার সাধারণ সম্পাদক মাহতাব,আলম, ইউএসপিওয়াইআরএম’র সাংগঠনিক সম্পাদক মন্জুর রেজা খান, দপ্তর সম্পাদক শেখ নাজের উদ্দিন রাশেদ, এসপিজিআরসি মিরপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, প্রচার সম্পাদক মো. আরমান, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার, উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক মাকসুদ আলম, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ স্টুডেন্টের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক দিলশাদ আহমেদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877