স্বদেশ ডেস্ক: এবার ঐতিহ্যবাহী পুরান ঢাকায় চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। রাজধানীর ধানমন্ডি ও উত্তরার পর পুরান ঢাকায় চালু হচ্ছে চক্রাকার বাসটির সার্ভিস। চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ সেবাটি চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। নগর ভবনে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠিত কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। বাবুবাজার থেকে ছেড়ে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, মেরাদিয়া, রামপুরা, মালিবাগ হয়ে মগবাজার পর্যন্ত আসবে চক্রাকার বাস। তবে সেখান থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত আপাতত এই বাস আসবে না। মগবাজার থেকে সদরঘাট পর্যন্ত বেসরকারি পরিবহনের অনেক বাস চলাচল করছে। যদি যাত্রীদের চাহিদা থাকে তাহলে বাসগুলো পুরান ঢাকায় যাবে। অন্যথায় মগবাজার থেকে মালিবাগ, রামপুরা, স্টাফ কোয়ার্টার, যাত্রাবাড়ী হয়ে বাবুবাজার চলে আসবে। মোহাম্মদপুর-মতিঝিল রুটের বাসে টিকিটের মাধ্যমে যাত্রী পরিবহন বাধ্যতামূলক করার ঘোষণাও দেন ডিএসসিসি মেয়র। তিনি জানান, এ রুটের কোনো বাস টিকিট সিস্টেমের বাইরে চলতে পারবে না। এ বিষয়ে মালিক সমিতি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ এ বিষয়ে মালিক সমিতিকে প্রয়োজনীয় সহায়তা করবে। যাত্রীরা টিকিট কেটে বাসে চড়বেন, এতে বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমে যাবে।