স্বদেশ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম নারী ট্রেজারি সেক্রেটারি হিসেবে সিনেটের চূড়ান্ত অনুমোদন পেলেন জ্যানেট ইয়েলেন। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে করোনা মহামারি মোকাবিলায় অর্থনৈতিক কর্মপন্থা নির্ধারণ করবেন তিনি।
এর আগে ট্রেজারি সেক্রেটারি হিসেবে সিনেটের ফাইন্যান্স কমিটির সদস্যদের সমর্থন পেয়েছিলেন জ্যানেট ইয়েলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ট্রেজারি সেক্রেটারি হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরই জ্যানেট ইয়েলেন করোনা মোকাবিলায় ত্রাণ তৎপরতা ও অর্থনৈতিক কর্মপন্থা বাড়াতে কংগ্রেসকে আহ্বান জানান। দেশটির জাতীয় ঋণ নিয়ে না ভেবে আইনপ্রণেতাদের এ ব্যাপারে বড় পদক্ষেপের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এ নারী ট্রেজারি সেক্রেটারি।