সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

রংপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রংপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্বদেশ ডেস্ক: রংপুর মহানগরীর বিধাতারই এলাকায় ১৩ বছরের শিশু ধর্ষণের মামলায় আইনুল হক নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জাবিদ হোসেন ওই আদেশ দেন।

রাই সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ নগরীর মধ্য বিন্যাটারী এলাকায় আকমল হোসেনের ১৩ বছর বয়সী শিশু কন্যাকে সন্ধ্যায় একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শিশুটির বাবা কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১২ বছরে আটজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রোববার বিজ্ঞ বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877