বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

ইমরান-পূজার ‘ভালোবেসে যে ভুলে যায়’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

স্বদেশ ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা জুটি বেঁধে গেয়েছেন বহু গান। তাদের গাওয়া ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারেবারে’ গানগুলো শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় আবারও নতুন গানের কণ্ঠ দিয়েছেন তারা। গানের শিরোনাম ‘ভালোবেসে যে ভুলে যায়’।

মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর বেঁধেছেন মুহাম্মদ মিলন আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। প্রেম, বিরহ, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার গল্প নিয়ে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানের ভিডিওতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রানা। পাশাপাশি ইমরান-পূজাও হাজির হয়েছেন নিজস্ব ঢংয়ে।

ইমরান বলেন, ‘অনেকদিন পর আবারও আমরা একসঙ্গে গান গাইলাম। গানের কথা, সুর ও সংগীত হৃদয়ে দোলা লাগার মতো। গানের ভিডিওতেও চমক আছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

পূজা বলেন, ‘অনেকদিন পর মনের মতো একটি গান করেছি। সঙ্গে আছে ইমরান। ভিডিওটি করেছি একটু ব্যতিক্রমভাবে।’

ইমরান-পূজার ‘ভালোবেসে যে ভুলে যায়’ গানটি প্রকাশ হবে আগামী ২৩ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ