নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে সিনেটে এবং এর মধ্যেই একজনকে অনুমোদন দিয়েছে সিনেট।
তিনি এর আগেও জাতীয় গোয়েন্দা সংস্থার নানা পদে কাজ করেছেন।
নির্বাহী আদেশে পাল্টে যাচ্ছে ট্রাম্পের নীতি
শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নেয়া বেশ কিছু নীতি নির্বাহী আদেশে পাল্টে দিয়েছেন জো বাইডেন।
পরে এক টুইট বার্তায় তিনি বলেন, “সঙ্কট মোকাবেলার ক্ষেত্রে অপচয় করার মতো কোনো সময় নেই”।
প্রেসিডেন্ট বাইডেন যে পনেরটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার প্রথমটিই ছিলো করোনাভাইরাস মোকাবেলা বিষয়ে।
এর বাইরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন।
সূত্র : বিবিসি