স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের ‘ মুসলিম নিষেধাজ্ঞা’ হিসেবে কথিত ১৩ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ বাতিল করলেন জো বাইডেন। বুধবার হোয়াইট হাউজ থেকে এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে ট্রাম্পের ওই আদেশ বাতিল করলেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন বাউডেনের এই আদেশকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির এক্সিকিউটিভ ডাইরেক্টর নিহাদ আওয়াদ এক বিবৃতিতে বলেন, ‘এর মাধ্যমে মুসলিম সম্প্রদায় ও মিত্রদের প্রতি নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ এক প্রতিজ্ঞার বাস্তবায়ন করা হলো।’
২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশে সাত মুসলিম দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়ে ওই নির্বাহী আদেশ জারি করেন। ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান- এই সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশের কারণে ওই সময় এই আদেশ ‘মুসলিম নিষেধাজ্ঞা’ নামে পরিচিতি পায়।
পরে নাইজেরিয়া, ইরিত্রিয়া, তানজানিয়া, কিরগিজস্তান, মিয়ানমার ও উত্তর কোরিয়া- এই ছয়টি রাষ্ট্রের নাগরিকদেরকেও ওই আদেশের অন্তর্ভুক্ত করা হয়।
নিষেধাজ্ঞার ওই আদেশের বিরুদ্ধে বিভিন্ন সময় মার্কিন আদালতে অভিযোগ আনা হয়। ২০১৮ সালে মার্কিন সুপ্রিম কোর্ট ওই আদেশের পক্ষে রায় দেন।
এছাড়া বাইডেন প্রথম দিনেই অফিসে বসে আরো ১৪টি নির্বাহী আদেশে সই করেন।
বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে।
গতকাল ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরো যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। ডোনাল্ড ট্রাম্প জরুরি ঘোষণার মধ্যদিয়ে এই প্রকল্পে বিপুল অংকের তহবিল বরাদ্দ দিয়েছিলেন কিন্তু জো বাইডেন তা বাতিল করলেন।
পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের মহামারী ও চীনের ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং গত জুলাই মাসে এ সংস্থা থেকে তিনি যুক্তরাষ্ট্রকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই ট্রাম্পের সে সিদ্ধান্ত বাতিল করেছেন। যুক্তরাষ্ট্র এখন থেকে আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসেবে পরিচিতি পাবে।
এর আগে বুধবার সকালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সাম্প্রতিক কিছু নেতিবাচক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে জো বাইডেন শপথ নেন। শপথ নেয়ার পর তিনি মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বহালের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রকে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন বাইডেন তা থেকে বেরিয়ে আসবেন।
সূত্র : পার্সটুডে ও আলজাজিরা