স্বদেশ ডেক্স: বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা গতকালের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে, এখনো তিনি শংকামুক্ত নয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসকরা ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন, তাই হুসেইন মুহম্মদ এরশাদ ডাকে চোখ মেলে সাড়া দিচ্ছেন। তার শরীরের সংক্রমণ অনেকটাই কমেছে। কিডনী কতটা কাজ করছে সেটা পরীক্ষা করতে চিকিৎসকরা আজ ডায়ালাইসিস বন্ধ রেখেছেন।লিভারে বিলোরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে। প্রতিদিনই রক্তে কিছুটা প্লাটিলেট দেয়া হচ্ছে ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, মো: আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা- মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রমুখ।