বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

জন্মনিবন্ধন সনদ নিতে এসে ধর্ষণের শিকার তরুণী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

স্বদেশ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম নিবন্ধন সনদ নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। এ ঘটনায় সোমবার রাতে অভিযুক্ত নাজমুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু শরিফ জানান, জন্মনিবন্ধনের জন্য ওই নারী নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবুর সঙ্গে যোগাযোগ করেন। বাবু চলতি মাসের ১৪ তারিখ জন্মনিবন্ধন সনদ করে দেয়ার কথা বলে ওই নারীকে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের নিজ অফিস কক্ষে ধর্ষণ করেন। এ সময় তাকে সহায়তা করেন অপর এক ব্যক্তি। গ্রেপ্তারের স্বার্থে তার নাম ও ঠিকানা জানায়নি পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ধর্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দু’জনের নাম উল্লেখ করে মামলা করেছেন ভুক্তোভোগী নারী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ