স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দলের লড়াই বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তবে প্রথম সেমিফাইনালে আবারও নিউজিল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। আজ মঙ্গলবারও ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে আজকের ম্যাচ ভেস্তে গেলে বিশ্বকাপের ফাইনালে চলে যাবে ভারত-এমনটাই বলছে সমীক্ষা।
চলুন তাহলে দেখে নেওয়া যাক ২০১৯ বিশ্বকাপে নকআউটে বৃষ্টির জন্য নিয়ম-
* দুটি সেমিফাইনাল ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে। প্রতিদিনই ১২০ মিনিট পর্যন্ত সময় বাড়ানো যাবে খেলা শেষ করার জন্য। তবে সব ম্যাচেই দুই দলকে অন্তত ২০ ওভার খেলতে হবে।
* কোন ম্যাচ নির্ধারিত দিনে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে শেষ না হলে রিজার্ভ ডে-তে তা আগের দিন যেখানে শেষ হয়েছে,সেখান থেকে শুরু হবে।
* কোন ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে নিষ্পত্তি হবে।
* কোন সেমিফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ লিগে যে দলের পয়েন্ট বেশি ছিল, তারা ফাইনালে চলে যাবে। এই নিয়মে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে চলে যাবে ভারত। কারণ ১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিগ শেষ করেছে ভারত। অপরদিকে কিউইরা ১১ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে লিগ শেষ করেছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া।