শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

লো ভোল্টেজের শঙ্কা উত্তরাঞ্চলে

লো ভোল্টেজের শঙ্কা উত্তরাঞ্চলে

স্বদেশ ডেস্ক:

দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণে জোড়াতালিতে শীত পার করলেও গরমে লো ভোল্টেজ নিয়ে শঙ্কায় রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার (ইপি) আয়োজিত ওয়েবিনারে এ শঙ্কার কথা জানিয়েছেন পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণে চ্যালেঞ্জ শীর্ষক ওয়েবিনারে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান (লিটন), পিজিসিবির নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইয়াকুব এলাহি চৌধুরী, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, নেসকোর চেয়ারম্যান একেএম হুমাযূন কবির বক্তব্য রাখেন। ইপি সম্পাদক মোল্লা আমজাদ হোসেন ওয়েবিনারটি সঞ্চালনা করেন।

পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ নিয়ে রাজশাহী ও রংপুর অঞ্চল বেশি কষ্টে আছে। রাজশাহী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সমস্যা সবেচেয়ে বেশি। এ ছাড়া ময়মনসিংহেও এ সমস্যা আছে। তবে ময়মনসিংহে বিদ্যুৎ সমস্যা সমাধান করা সহজ হলেও উত্তরাঞ্চলের সে তুলনায় সমস্যা অনেক বেশি। সৈয়দপুরে বিদ্যুৎকেন্দ্র বসানো হচ্ছে, ঠাকুরগাঁও ১১৫ মেগাওয়াট একটি বিদ্যুৎকেন্দ্র আসার কথা। বিদেশি বিশেষজ্ঞদের কারণে দেরি হচ্ছে। এ কেন্দ্র না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বলেন, শহরের পরিচ্ছন্নতার জন্য সব বিদ্যুতের তার মাটির নিচে দিয়ে নিতে হবে। এ জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করাতে নেসকোকে সাধুবাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877