মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

বৃটেনে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

বৃটেনে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

স্বদেশ ডেস্ক: করোনা ভাইরাস মহামারি শুরুর পর বুধবার ছিল বৃটেনে সবচেয়ে ভয়াবহ দিন। এদিন সেখানে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন কমপক্ষে ১৫৬৪ জন। তবে নতুন আক্রান্তের সংখ্যা কমে এসেছে আবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এক সপ্তাহ থেকে অন্য সপ্তাহে বৃটেনে করোনা ভাইরাসে নিত্যদিন মৃত্যুর সংখ্যা শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা শতকরা ২৩.৭ ভাগ কমে এসেছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কঠোর টিয়ার দেয়ার কারণে এবং দেশজুড়ে লকডাউন দেয়ার কারণে এই ফল পাওয়া যাচ্ছে।

ওদিকে বৃটেনে এ বছর শুরু হওয়ার মাত্র ১৩ দিনের মধ্যে তিনবার মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়েছে। গত শুক্রবার সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছিল। কিন্তু বুধবার সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877