শনিবার, ০৪ মে ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর পাঠানটুলিতে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি আরও জানান, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মাহবুব নামে গুলিবিদ্ধ আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২৮ নম্বর ওয়ার্ডের গতবারের কাউন্সিলর আব্দুল কাদের ওরফে মাছ কাদের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। এবার দল তাকে মনোনয়ন না দিয়ে বাহাদুরকে মনোনয়ন দেয়।

বাহাদুর শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। কাদেরের আগে ২০০০ থেকে ২০১৪ সাল নাগাদ কাউন্সিলর ছিলেন তিনি।

হতাহত বাবুল ও মাহবুবকে নিজের কর্মী দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাহাদুর। তিনি বলেছেন, ‘নেতাকর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। রাতে ওই এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে বসেছিলেন। সেখান থেকে নাজিরভান্ডার লেইনে প্রচারণায় যাওয়ার প্রাক্কালে কাদেরের উপস্থিতিতে অনুসারীরা তাদের ওপর হামলা চালায়।’

তবে এ বিষয়েএখন পর্যন্ত কাদেরের বক্তব্য পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877