স্বদেশ ডেস্ক: সুপারমার্কেট থেকে কোভিড-১৯ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করছে বৃটিশ কর্তৃপক্ষ। সেখানে ক্রেতারা মাস্ক পরাসহ অন্যান্য নির্দেশনা মানছেন না বলেই এমন আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির করোনা ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নাদিম জাহাওয়ী। সোমবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। এতে তিনি বলেন, সুপারমার্কেটগুলোর মানুষকে মাস্ক পরাসহ অন্যান্য নির্দেশনা মানতে বাধ্য না করা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের নিশ্চিত করতে হবে যে, ক্রেতারা নির্দেশনা অনুসরণ করছেন এবং যখন সুপারমার্কেটগুলোতে নিরাপদ সীমার বেশি মানুষ প্রবেশ করছে তখন তারা বাইরে অপেক্ষা করছেন। মন্ত্রী বলেন, আমরা সবাইকেই বলতে চাই, একেবারে সবাইকেই। এই আইনগুলো কারো ওপর জোর করে চাপিয়ে দেয়ার জন্য নয়। এই নিয়মগুলো হচ্ছে যাতে করে আমরা ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি।