সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৪ বছর পর ‘ভুলভুলাইয়া’র ছবিতে অক্ষয় কুমার ‘কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়েছে র‌্যাব’ উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাজশাহীর দুই জেলায় ভূমিকম্প অনুভূত ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল-কমলগঞ্জ, ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিছিন্ন তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা
স্পেনে নজিরবিহীন তুষারপাত

স্পেনে নজিরবিহীন তুষারপাত

স্বদেশ ডেস্ক: লাগাতার নজিরবিহীন তুষারঝড়ে বিপর্যস্ত স্পেন। তুষারপাত ভেঙে দিয়েছে গত ৫০ বছরের রেকর্ড। তুষারপাতে ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা। এনডিটিভি সূত্রে খবর, তুষারঝড় ফিলোমেনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। সমস্ত পরিবহণ থমকে যাওয়ায় স্টেশন, বিমানবন্দর, ও গাড়ির ভিতরে আটকে রয়েছেন হাজার হাজার মানুষ। জরুরি অবস্থা জারি হয়েছে রাজধানী মাদ্রিদ-সহ বেশ কয়েকটি রাজ্যে। কোথাও কোথাও তিন ফুটেরও বেশি বরফের স্তর জমে গেছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মাদ্রিদে বরফের স্তূপের নিচ থেকে ৫৪ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে জারাগোজা শহরে শৈত্যের কবলে পড়ে এক গৃহহীন ভবঘুরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সূত্র। পাশাপাশি ফুয়েঞ্জিরোলা শহরে নদীর পানির তোড় ভাসিয়ে নিয়ে যায় এক দম্পতিকে। গাড়ির মধ্যে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে সরকার। গত ৪০ বছর আগে থেকে এই সতর্কীকরণের ব্যবস্থা নেওয়া হলেও এতদিন তা প্রয়োগ করার দরকারই পড়েনি। এমন নজিরবিহীন পরিস্থিতিতে ঝড়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সেনার সাহায্য নেওয়া হচ্ছে। এরই মধ্যে আরও বিপদের আশঙ্কা করছেন দেশের পরিবহণ মন্ত্রী জোস লুইস বালোস। তার কথায়, ‘‘তুষার এবার বরফে পরিণত হবে। ফলে এই মুহূর্তের যা অবস্থা, তার থেকেও আরও খারাপ হতে পারে পরিস্থিতি। আমাদের পূর্বাভাসকেও ছাড়িয়ে যাচ্ছে ঝড়ের তীব্রতা।’’ এই প্রতিকূল পরিস্থিতিতে যাতে খাদ্য ও অন্যান্য জরুরি পরিষেবায় কোনো ছেদ না পড়ে সেদিকে নজর রাখার ওপর জোর দিয়েছেন তিনি। তবে এরই মধ্যে তুষারপাতের আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে অনেককেই। মাদ্রিদের এক স্কি ক্লাবের কোচ লুকা ভালস জানাচ্ছেন, প্রতি বছরই তিনি তার সঙ্গীদের সঙ্গে ফারাওয়ে পাহাড়ের উপরে যান স্কি করতে। কিন্তু এবার পরিস্থিতি অভাবনীয়। বলতে গেলে বরফ এখন একেবারে দোরগোড়ায়। সে কথা জানাতে গিয়ে তিনি কার্যত উল্লসিত, ‘‘এমনটা অভাবনীয়। দারুণ উপহার! এর আগে কখনও বরফের সামনে দাঁড়িয়ে এত ছবি তুলিনি।’’ ফলে, তুষারঝড় একইসঙ্গে আশীর্বাদ এবং অভিশাপ দুই ভূমিকাতেই অবতীর্ণ হয়েছে স্পেনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877