স্পোর্টস ডেস্ক:
সিডনি টেস্টে জয়ের জন্য ভারতের সামনে বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। জিততে হলে ভারতের দরকার ৪০৭ রান। চতুর্থ ইনিংসে এমন টার্গেটে জয় পাওয়া খুবই দুস্কর। পারবে তো ভারত?
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩৩৮ রান। জবাবে ২৪৪ রানে অল আউট ভারত। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১২ রানে ডিক্লিয়ার দেয় অস্ট্রেলিয়া। ভারতের জয়ের টার্গেটে দাড়ায় ৪০৭ রানে। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পযন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান, ১৬ ওভার।
শনিবার ম্যাচের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের রান ছিল ২ উইকেটে ১০৩ রান। লাবুশানে ৪৭ ও স্মিথ ২৯ রানে ছিলেন অপরাজিত। রোববার চতুর্থ দিনে দুজনই দেখা পান ফিফটির। ১১৮ বলে ৭৩ রান করেন লাবুশানে। ১৬৭ বলে ৮১ রানে আউট হন স্মিথ। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা।
শেষের দিকে ক্যামেরুন গ্রিন খেলেন ৮৪ রানের দারুণ ইনিংস। ১৩২ বলের ইনিংসে তিনি হাকিয়েছেন আটটি চার ও চারটি ছক্কা। ৫২ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক টিম পেইন। ৮৭ ওভারে ৬ উইকেটে ৩১২ রানে ইনিংস ডিক্লিয়ার দেয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে অশ্বিন, সাইনি দুটি করে, বুমরাহ ও সিরাজ একটি করে উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ক্রিজে ব্যাট করছেন দুই ওপেনার রোহিত শর্মা ও সুবমান গিল।