স্বদেশ ডেস্ক:
ভারতে কোভ্যাকসিন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়ার ৯ দিন পর স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। এ খবরে গোটা ভারতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শনিবার কোভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বিষপ্রয়োগের ফলে ওই স্বোচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। এর সঙ্গে কোভ্যাকসিন নেয়ার কোনও সম্পর্ক নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানায় তারা।
প্রসঙ্গত, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের কোনো তথ্য এখনও প্রকাশ্যে আনেনি ভারত বায়োটেক। এমনকী টিকার কার্যকারিতা কত শতাংশ তাও সরকারি ভাবে জানায়নি এই সংস্থা। তবুও কেন্দ্র জরুরি প্রয়োগের জন্য কোভ্যাকসিন অনুমোদন দিয়েছে। সেই নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো।
তবে ভারত বায়োটেকের কর্ণধার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাদের টিকা নিয়ে অহেতুক রাজনীতি হচ্ছে। এই মৃত্যুর ঘটনায় পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও তথ্য পায়নি বলে জানিয়েছে বায়োটেক। তদবে তদন্তে তারা মধ্যপ্রদেশ পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি বলে জানিয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস