রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

কোথাও হরতাল হয়নি, সব স্বাভাবিক ছিল : কাদের

কোথাও হরতাল হয়নি, সব স্বাভাবিক ছিল : কাদের

স্বদেশ ডেস্ক: হরতালে মরিচা ধরে গেছে, এটি আর গণতান্ত্রিক আন্দোলনের কার্যকর হাতিয়ার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকের বামদলের অর্ধদিবস হরতালে জনগণের সাড়া ছিল না বলেও দাবি করেন তিনি।

আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সম্পাদকমণ্ডলির বৈঠক শেষে হরতাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘রাজধানী ঢাকাসহ কোথাও হরতাল হয়নি। জনজীবনে হরতালের কোনো প্রভাব ছিল না। রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থা সবকিছু ছিল স্বাভাবিক।’

গ্যাসের মূল্যবৃদ্ধিকে স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির পরও ভর্তুকি দিতে হবে। গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবসম্মত।’

সমন্বয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে যা যুক্তসঙ্গত বলেও মন্তব্য করেন মন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877