স্বদেশ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে মডেল থানা পুলিশ। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাওলানা শরিফুল ইসলামকে সম্প্রতি ওই মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়। ওই শিক্ষক প্রতিদিন মসজিদের বারান্দায় শিশুদের মক্তব পড়িয়ে থাকেন। রোববার সকালে বৃষ্টির কারণে ছাত্র-ছাত্রী কম আসে। এ সুযোগে ওই শিক্ষক এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালান। পরে ওই শিশু বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে পুলিশে দেয়।
ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বলেন, ‘এর আগেও এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এক শিশুকে বলাৎকারের ঘটনায় কোনো বিচার না হওয়ায় আমি প্রতিষ্ঠানের সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করি। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার হলে আজ এ ধরনের ঘটনা ঘটত না। অভিযুক্ত ওই শিক্ষক এখনো এই প্রতিষ্ঠানে চাকরি করছেন।’
শিশুটির বাবা শারীরিক প্রতিবন্ধী বাবুল বলেন, ‘আমি ওই শিক্ষকের উপযুক্ত বিচার চাই।’
অভিযুক্ত মাওলানা শরিফুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এই ঘটনাটি একটা ষড়যন্ত্র।’
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, ‘শিশুধর্ষণ চেষ্টা ঘটনায় শিক্ষককে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’